স্পেনের লেলিদায় বাংলাদেশীদের জন্যে মসজিদ ও কবরস্থান তৈরির আশ্বাস

শেয়ার করুন         কাতালোনিয়ার লেলিদায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির সাথে মত বিনিময় করেছে এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়া ইআরসি-এর নেতৃবৃন্দ। সেখানে ইআরসি’র নেতৃবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশীদের জন্যে মসজিদ ও স্থায়ী কবরস্থান তৈরির আশ্বাস দেয়া হয়েছে। দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের তত্ত্বাবধায়নে দলের ইমিগ্রেশন বিষয়ক নেতা ও সংসদ সদস্য রবার্ট মাসি নাহার সৌজন্য সাক্ষাতে যোগ দেন। গত ১১ জুন শুক্রবার লেলিদার বেলপুচের মেয়রের আমন্ত্রণে ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতা লেলিদায় ইআরসি’র সিটি মেয়র জরদি আস্টিয়ারতে, সংসদ সদস্য অ্যানেস গ্রানোলিয়াস, সংসদ সদস্য সারা সানচেস, … Continue reading স্পেনের লেলিদায় বাংলাদেশীদের জন্যে মসজিদ ও কবরস্থান তৈরির আশ্বাস